Tuesday, December 28, 2010

শীর্ষ ৩০ আউটসোর্সিং দেশের তালিকায় বাংলাদেশ

সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং কাজ করা দেশগুলোর শীর্ষ ৩০ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। সম্প্রতি বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশ্বের প্রথম ৩০টি আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আউটসোর্সিং খাতে এসেছে, যা সত্যিই খুশির খবর। তথ্যপ্রযুক্তির নানা খাতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্কের মতো বেশ কিছু কাজ হয়েছে এবং ডিজিটাল সইয়ের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য এ স্বীকৃতি একটি উল্লেখযোগ্য অর্জন। এ বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের আর চারটি দেশ নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছে এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান নবম। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মোট ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এ তালিকায় ছিল মূল্য সুবিধা, জনশক্তি, শিক্ষা পদ্ধতি, অবকাঠামো, সরকারি সহযোগিতা, ভাষা ইত্যাদি।
এ কাজকে আরও শক্তিশালী ও ভালোভাবে এগিয়ে নিতে দ্রুত দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনসহ একাধিক সফটওয়্যার পার্ক স্থাপন, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। ইতিমধ্যে দক্ষ জনশক্তি তৈরিতে বেসিস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

Monday, December 20, 2010

ডিজিটাল বাংলাদেশ

একটি ওয়েবসাইট যা কোনো একটি বিষয়ে প্রবেশের জন্য একটা উপায়, যার মাধ্যমে এর ব্যবহারকারীদের জন্য জ্ঞান-সম্পদ ও সেবা সমূহের একটি বহুস্তরীয় সূচী প্রস্তুত হবে - যার মধ্যে প্রয়োজন মেতাবেক তথ্য যেমন থাকবে, তেমন থাকবে ই-মেল , কৃষি, স্বাস্থ্য, বা শিক্ষার মতো ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে যাতে করে গ্রামীণ জনগণের জীবনে পরিবর্তন আনা যায়।
বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রদান শরিক আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা
উপজেলা পর্যায়ে চলমান ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে আরো বেগবান ও সুসমন্বিত করতে একটি ওয়েবসাইট সহায়কের ভূমিকা পালন করবে
ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সুশাসন থাকবে, সরকারের কার্যক্রমে দায়বদ্ধতা-স্বচ্ছতা থাকবে, দুর্নীতি কমে যাবে এ লক্ষ্য বাস্তবায়নের জন্য  তথ্য প্রযুক্তির শক্তিকে ব্যবহার করতে হবে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক সেবার এমনভাবে প্রসার ঘটানো, যাতে আগে যেসব সেবার জন্য নানা জায়গায় ছুটতে হতো তার আর দরকার হবে না - ঘরে বসেই কম্পিউটারে এবং মোবাইল ফোনে তা পাওয়া যাবে


কোম্পানীগজ্ঞ  উপজেলার একটি সমৃদ্ধ ওয়েব পোর্টাল তৈরী করা হবে। উপজেলায় বসবাসরত সব ব্যক্তিকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।